ধাওয়ানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত
শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত।ব্যাটিং উইকেটে সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে সক্ষম হলেন এই ব্যাটসম্যান। উদ্বোধনী জুটি শেষ পর্যন্ত ২৩৭ রানে অপরাজিত রয়েছে। ব্যাটসম্যান বিজয় ৮৯ রান করে ক্রিজে টিকে আছেন। আর ১৫৮ বল খেলে ১৫০ রান করে অপরাজিত আছেন ধাওয়ান।
ভারতের বিপক্ষে দলে মাত্র একজন পেসার নিয়ে খেলতে নেমে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, জুবায়েররা সারা দিন ভারতের উদ্বোধনী জুটির ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি। খেলার ৫৬ ওভারে খেলে সারাদিনে বাংলাদেশের বোলাররা কোন উইকেট সংগ্রহ করতে পারেনি।
বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারতের খেলা ৪ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়।ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচটি দুপুর সাড়ে বারোটায় বৃস্টির কারনে বন্ধ হয়ে হয়। এরপর বিকাল সাড়ে তিনটায় পুনরায় মাঠে নামে দুই দল।
ভারতের পক্ষে ইনিংস উদ্বোধন করেছেন শেখর ধাওয়ান ও মুরালি বিজয়। এখন পর্যন্ত তারা সাবলিল ব্যাটিং করে উইকেটে নিজেদের আধিপত্য বজায় রেখেছেন।
বাংলাদেশ মাত্র একজন পেসার- মোহাম্মদ শহিদকে নিয়ে আজ খেলতে নেমেছে।
টেস্টে বাংলাদেশ-ভারত এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ বার। এর মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ৬ ম্যাচেই হেরেছে টাইগাররা। তিনটি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করে মুশফিক-সাকিবরা।
ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সর্বসাকুল্যে পেয়েছে একটি মাত্র টেস্টের স্বাদ। তাও ৯ বছর আগে। সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গেলেও প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলে টাইগারবাহিনী।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ শহীদ/শুভাগত হোম, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং/ করণ শর্মা, ভুবনেশ্বর কুমার/ইশান্ত শর্মা/বরুণ অ্যারন ও উমেশ যাদব।