ধর্ষণের অভিযোগে মন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার

05/02/2014 6:41 pmViews: 20

ধর্ষণের অভিযোগে মন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার ভারতে গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগে বিখ্যাত এক মন্দিরের পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। কেশাভান নামবোথিরি নামের ওই পুরোহিত বিখ্যাত বদ্রিনাথ মন্দিরের প্রধান।

৩০ বছর বয়সী এক গর্ভবতী মহিলার আনা অভিযোগ খতিয়ে দেখার পর প্রধান পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।

উত্তরখন্ডের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, শরীর খারাপ এই অজুহাতে তাকে ডেকে পাঠান প্রধান পুরোহিত। পুরোহিতের কথা শুনে সেই মহিলা যান দক্ষিণ দিল্লির মেহারলু অঞ্চলের এক হোটেলে।

হোটেলে ঢুকে সেই মহিলা দেখেন কেশাভান মদ্যপ ও হাতে সিগারেট। এরপর সে মহিলাকে জোর করে নিজের বিছানায় ছুঁড়ে ফেলতে যান বদ্রিনাথের প্রধান পুরোহিত। কিন্তু কোন রকমে মদ্যপ পুরোহিতকে ধাক্কা মেরে ঘর ছেড়ে বেড়িয়ে যান সেই মহিলা।

তিনি আরো অভিযোগ করেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেই মহিলাকে তাড়া করেন কেশাভান।

এরপর ওই মহিলা ভারতীয় দণ্ডবিধির ৩৪২ এবং ৩৫৪ ধারায় কেশাভান নামবোথিরি বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

বদ্রিনাথ মন্দির কর্তৃপক্ষ, কেশাভান নামবোথিরিকে এই অভিযোগে বহিষ্কার করেছে। সূত্র : জিনিউজ।

Leave a Reply