ধর্মঘটে অচল নদী বন্দরগুলো

21/04/2016 10:47 amViews: 6
ধর্মঘটে অচল নদী বন্দরগুলো
 
ধর্মঘটে অচল নদী বন্দরগুলো
দেশের নদী বন্দরগুলোতে শ্রমিকদের মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
বুধবার রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট  শুরু হয়েছে। এতে করে নৌযান নির্ভর দূর পাল্লার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
জানা গেছে, চাঁদপুর থেকে ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ কোনো রুটের কোনো লঞ্চ সকাল থেকে ছেড়ে যায়নি।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, ঢাকার সদরঘাট থেকে কোনো রুটেই কোনো নৌযান চলাচল করছে না।
জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ জানান, রাত ১২টা থেকে যাত্রীবাহী ও মালবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে।
সংগঠনগুলোর দাবিগুলো, নৌ-শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা দেওয়া, নৌ-পথে অবৈধ চাঁদাবাজি ও অবৈধ ইজারা বন্ধ করা, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেওয়া, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে আহত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও চিকিৎসাকালে বেতন প্রদান।

Leave a Reply