দ্রুত রিভিও শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ

14/10/2015 4:23 pmViews: 4
দ্রুত রিভিও শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ


মৃত্যুদন্ডের বিরুদ্ধে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি সাকা চৌধুরীর করা রিভিও আবেদন দ্রুততম সময়ের মধ্যে শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ। বুধবার দুপুরে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় মাহবুবে আলম একথা বলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এসব রিভিউ আবেদনের শুনানি যেন দ্রুত করা হয়, সে জন্য আগামীকালের মধ্যে আমরা আবেদন করব। আগামী মঙ্গলবার ২০ অক্টোবর চেম্বার আদালত আশা করি, শুনানির জন্য দিন ধার্য করে দেবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী এবং ফৌজদারি মামলার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, রিভিউতে তাদের মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তিনি বলেন, আমি আশা করি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনায় (রিভিউ) মৃত্যুদণ্ড বহাল থাকবে।’

মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন না বলে তার আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন, তা ওই সময়ের বিভিন্ন পত্রিকায় রয়েছে।

এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন না বলে তার আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তার (সাকা চৌধুরীর) নেতৃত্বে চট্টগ্রামে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তা আমরা প্রমাণ করতে পেরেছি।

Leave a Reply