দ্বিতীয় সংসার ভাঙছে তিন্নির!
ফের তিন্নির ঘর ভাঙছে। হিল্লোলের সাথে বিচ্ছেদের পর মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন এক সময়ের এই ‘জলি’ তারকা। হতাশা গ্রস্থ হয়ে মাদকও গ্রহণ করছিলেন বলে খবর পাওয়া যায়। হঠাৎ করেই আলোর পথে ফেরেন। বিয়ে করেন সাদকে কিন্তু এই বিয়েও ভেঙে যেতে চলেছে। তাও আবার তিন্নির কারণেই! তার স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ তিন মাস ধরে তিন্নি স্বামী-সংসার ছেড়ে আলাদা বাস করছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, সাদ ও তিন্নির সংসার ভাঙা কেবল সময়ের ব্যাপার মাত্র। সাদ সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও তিন্নির উদাসীনতা লক্ষ্য করা গেছে। অবশ্য সাদ’র এর সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো থেকেও সেটাই অনুমান করা যায়। এমনকী সাদ’র ফেসবুক স্ট্যাটাসগুলোকে বিশ্লেষণ করলে তিন্নি সম্পর্কে ভয়ঙ্কর অর্থ দাঁড়ায়। এক কথায় বললে- তিন্নি ফের বেপরোয়া।
বর্তমানে তিন্নি ও সাদ দু’জন আলাদা থাকছেন। কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে তিন্নির বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন স্বামী সাদ। ইচ্ছেমতো বাড়ির বাইরে রাত কাটানো, কন্যা আরশীর খোঁজ খবর না রাখা- এসব অভিযোগ তো ছিলোই। সাদের এক বন্ধুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, নেশা করা- তিন্নির বিরুদ্ধে এসব অভিযোগও ছিলো সাদের ওই স্ট্যাটাসে।তবে সাদ’র এই কথার সত্যতা কতটুকু তা শুধু জানা সম্ভব তিন্নির সাথে কথা বলেই। কিন্তু তিন্নির ফোন নম্বর বন্ধ থাকায় সেটাও সম্ভব হচ্ছে না।