দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান মাশরাফি

05/07/2015 8:29 pmViews: 7
দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান মাশরাফি

 ০৫ জুলাই, ২০১৫

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ৫২ রানে হারার পেছনে ব্যাটসম্যানদের অধিক শট খেলাকে দায়ী করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান মাশরাফি। রোববার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন তিনি।

নড়াইল এক্সপ্রেস বলেন, বোলাররা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু ব্যাটিং করতে নেমে কোনও পার্টনারশিপ গড়তে পারিনি আমরা। আর যেভাবে ব্যাট করা দরকার ছিল সেই মনোভাবও দেখাতে পারিনি। আমাদের ব্যাটসম্যানরা বেশি শট খেলার কারণে আউট হয়েছে।

প্রথম ওভারে পেস আক্রমণ না দিয়ে স্পিন দিয়ে আক্রমণ করার  বিষয়ে মাশরাফি বলেন, উইকেট কিছুটা ধীর ছিল। সেজন্য ইনিংসের শুরুতে স্পিনার ব্যবহার করার পরিকল্পনা ছিল আমাদের। বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। তবে উদ্বিগ্ন নই আমি। পরের ম্যাচেই ফিরে আসবো।

মাশরাফি বলেন, সফরকারীদের কাছে এমন বাজেভাবে হারলেও দলের আত্মবিশ্বাসে তা কোনো প্রভাব ফেলবে না।

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন বলেছেন, প্লেসিস ওই সময় চার্জ করে আউট হয়ে গেলেই পরিস্থিতি ভিন্ন হয়ে যেত। এই পরিস্থিতিতে ওদের খেলার অভিজ্ঞতা আছে বলেই ওরা ম্যাচটা বের করে নিতে পেরেছে। তবে যে যাই ভাবুক না কেন, এমন পরাজয়ের পর আমাদের আত্মবিশ্বাসের লেভেল কমে যাওয়ার কথা নয়। আমি দলের সবাইকে বলব, পরবর্তী ম্যাচগুলো আরও বেশি উপভোগ করতে।

তিনি বলেন, আসলে একটা ম্যাচ মাত্রই শেষ হলো। এখনই সবকিছু বলা খুব কঠিন। আমি আশা করি, ব্যাটসম্যানরা তাদের ভুলগুলো নিয়ে ব্যক্তিগতভাবে চিন্তা করবে। আমার ধারণা, আমরা এখান থেকে বের হয়ে আসতে পারব। আর শুরুতে উইকেট পড়ে গেলে অন্যান্য ব্যাটসম্যানদের উপর চাপ থাকে; রানটাও এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সঙ্গে উইকেটও রাখতে হবে। রান চেজ করার সময়ে এটা মাথায় রাখা খুব কঠিন।

Leave a Reply