দ্বিতীয় বিতর্কেও জিতলেন হিলারি

10/10/2016 12:33 pmViews: 10
দ্বিতীয় বিতর্কেও জিতলেন হিলারি
 
দ্বিতীয় বিতর্কেও জিতলেন হিলারি

এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার বিতর্কে জিতলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার সকালে অনুষ্ঠিত বিতর্কে ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে বিতর্কে জেতেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পান ৩৪ শতাংশ পয়েন্ট।

এদিন দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো। এরপর একে একে উঠে আসতে থাকে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি হিলারি কি করে মেনে নিয়েছিলেন? হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি, ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাঁকিসহ নানা প্রসঙ্গ।

নির্বাচনে জিতলে ডেমোক্রেট প্রার্থী হিলারিকে জেলে পাঠানোর ঘোষণা দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত বিতর্কের এ পর্যায়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে জিতলে তিনি তার আইনজীবীকে হিলারির বিষয়ে তদন্ত করতে বলবেন। যে কাজ ‍করে মানুষ জেলে যায় তার অনেক কিছুই হিলারিও করেন বলে দাবি করেন ট্রাম্প। ফলে হিলারিকেও কারাগারে জেতে হবে বলে জানান ট্রাম্প। মূলত তার এই বক্তব্যের কারণেই পিছিয়ে পড়েন তিনি। সিএনএন

Leave a Reply