দ্বিতীয় দিনের হরতালে নিহত ৪

28/10/2013 8:39 amViews: 6
নিউজ ডেস্ক,

ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার দেশের বিভিন্নস্থানে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে।

এ সময় আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

ইসলামপুরে রামভদ্রা বাজারে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে শাহাদাত (৩৫) নামে এ যুবক নিহত হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় পিকেটারের ঢিলের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে মারা গেছে তার চালক। ঝিনাইদহে বোমার আঘাতে নিহত হয়েছে জেলা বিএনপি নেতা। চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছে এক বিএনপি নেতা।
আমাদের জামালপুর প্রতিনিধি জানান, ইসলামপুরে রামভদ্রা বাজারে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে শাহাদাত (৩৫) নামে এ যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে।

নিহত শাহাদাত আওয়ামী লীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামপুরে সকালে  বিএনপিকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। অন্যদিকে আওয়ামী লীগও একই এলাকা থেকে হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার বটতলা এলাকার রামভদ্রা বাজারে মুখোমুখি হয়। এসময় আওয়ামী লীগ ও বিএনপি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি কর্মীদের দায়ের আঘাতে ঘটনাস্থলে শাহাদাত মারা যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে।

এটা কোনো রাজনৌতিক হত্যাকাণ্ড নয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, শাহাদাতকে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকেটারের ঢিলের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে তারা চালক মারা গেছে।

নিহত ট্রাক চালকের নাম  মো. ওয়াসিম (৩০)।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার ভোরে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিকেটাররা ট্রাকটির ড্রাইভারকে লক্ষ্য করে ঢিল ছুড়লে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, দুর্বৃত্তের বোমা হামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন নিহত হয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ জেলা পলিশ সুপার আলতাফ হোসেন বলেন, হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন বসে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাৎক্ষণিক বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply