দৌলতখানে পুলিশ – যুবদলের সংঘর্ষ: আহত ১৫

27/10/2013 7:00 amViews: 5

bhola mepভোলা সংবাদদাতা: নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন ভোলার দৌলতখানে পুলিশের সাথে যুবদল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১৫ জন যুবদল কর্মী আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিয়ার হাট বাজারে হরতালের পক্ষের যুবদল মিছিল বের করলে পুলিশের বাধাঁ দিলে এ  সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে,ইউছুফ, জসিম, জুয়েল, রশিদ, জাকির, হাসনাইন, হাসানের নাম জানাগেছে।

এদিকে ঘুইংঘার হাট এলাকায়  একটি অটো রিক্্রা ও দুটি রিক্্রা পিকেটাররা ভাংচুর করেছে।

শহরের অধিকাংশদোকান পাট বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীন রোডে দুপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ মজিবুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্নস্থানে বিপুল সংখ্যাক পুলিশমোতায়েন করা হয়েছে।

Leave a Reply