দোলেশ্বরকে হারিয়ে খেলাঘরের চমক
বগুড়া: শুরু থেকে চমক দেখানো প্রাইম দোলেশ্বরকে এবার উল্টো চমকে দিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৪৭ রানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম জয় পেয়েছে তারা। উদ্বোধনী ম্যাচ হেরে টানা চার ম্যাচ জিতে চমক দেখানো দোলেশ্বর এনিয়ে পরপর দুটি ম্যাচ হারল। আর প্রথমবারের মতো টুর্নামেন্টে পয়েন্ট পেল খেলাঘর।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ২১৫/৭ (৫০ ওভার)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১৬৮/১০ (৪৬.১ ওভার)
ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি জয়ী ৪৭ রানে
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খেলাঘর। ওপেনার রকিব গোমস্তা (৪) সাজঘরে ফেরার কিছুক্ষণ পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার গাজী সালাউদ্দিন (২০)।
দ্বিতীয় উইকেটে আরিফুল হক ১২১ রানের সেরা জুটি গড়েন নিজামউদ্দিন রিপনকে নিয়ে। আরিফুল ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন। নিজামউদ্দিনের ব্যাট থেকে আসে ৩৯ রান। দুজনই সাজঘরে ফেরেন তাইজুল ইসলামের বলে।
শেষদিকে দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা বল হাতে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ান। তবে আল মাহমুদ ইসলামের ৩৩ ও আরাফাত সালাহউদ্দিনের ২৫ রান খেলাঘরের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফরহাদ তিনটি উইকেট নেন ৩৫ রান খরচ করে। তাইজুল পেয়েছেন দুটি উইকেট।
মেহেদী মারুফ ও আরমান হোসেনের উদ্বোধনী জুটিতে দোলেশ্বরের ব্যাটিং ইনিংসের শুভ সূচনা হয়েছিল। দলের স্কোরবোর্ডে ৬১ রানে প্রথম উইকেট হারায় তারা। মেহেদী মারুফ ২৯ রানে নিজামউদ্দিনের শিকার হন। দলে আরও ২০ রান যোগ হতে ফোরকান তুলে নেন আরমান (৩০) ও বীরাকোরি ময়ুরা সিলভার (২) উইকেট।
দোলেশ্বরের ব্যাটিং টালমাটাল হলে কিছুটা সামাল দিয়েছিলেন কালুয়ারাচ্চিজে ডি সিলভা (২৩) ও তিলকরত্নে সম্পথ (২১)। ৩৯ রানের এই জুটি ভাঙলে আর কেউ দাঁড়াতে পারেননি। নিজামউদ্দিনের বোলিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে দোলেশ্বরের ব্যাটিং লাইনআপ।
৩৭ রানের ব্যক্তিগত সেরা ইনিংস খেলেন সাব্বির রহমান। নিজামউদ্দিন ৮ ওভার এক বলে ১৬ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।