দেড় লাখ কৃষি শ্রমিক নিতে আগ্রহী মালয়েশিয়া
ঢাকা, ১ এপ্রিল : বাংলাদেশ থেকে দেড় লাখ কৃষি শ্রমিক নিতে আগ্রহী মালয়েশিয়া। কৃষিক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা থেকে দেশটি এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
শাকিল বলেন, প্রধানমন্ত্রী সরকারি পর্যায়ের চলমান ব্যবস্থার অধীনে বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক শ্রমিক নেয়ার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া বেসরকারি পর্যায়ে শ্রমিক নেয়ার বিষয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেন, যাতে করে তার দেশ বাংলাদেশ থেকে আরো বেশিসংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক নিতে পারে।
মালয়েশিয়ার সফররত মন্ত্রী দেশটির নিখোঁজ বিমান অনুসন্ধান কাজে বাংলাদেশের উদ্যোগ ও তৎপরতার প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন- প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।