দেড় কোটি ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন

12/11/2016 7:05 pmViews: 6
দেড় কোটি ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন
 
দেড় কোটি ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন
হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া রিজার্ভের ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম এ অর্থ গ্রহণ করেছে। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান সাংবাদিকদের এ তথ্য জানান
তিনি বলেন, ​জমা হওয়া অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডের বাংলাদেশ ব্যাংকের হিসেবে জমা হবে। আর পেসো অংশটি বাংলাদেশ দূতাবাসের হিসাবের মাধ্যমে নিউইয়র্ক ফেডে জমা হবে।
গত সেপ্টেম্বরে রিজার্ভ চুরির উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন ফিলিপাইনের আদালত। এই অর্থ ক্যাসিনো (জুয়া খেলার স্থান) ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর ফিলিপাইনের আদালত এ অর্থের মালিকানা বাংলাদেশের বলে স্বীকৃতি দেন।

Leave a Reply