দেশ সংকটের দিকে এগুচ্ছে : লে. জে. মাহবুব

12/09/2015 4:42 pmViews: 6
দেশ সংকটের দিকে এগুচ্ছে : লে. জে. মাহবুব

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, এই সরকার ছাত্র-শিক্ষক বান্ধব নয়। পে-স্কেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবহেলিত, ভ্যাট নিয়ে ছাত্রদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দেশ আজ সংকটের দিকে এগোচ্ছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়া ইউথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি সোসাইটি আয়োজিত ‘‌রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না  কারণ এখন দেশে কোনো গণতন্ত্র নেই। সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ভ্যাট আরোপ প্রসঙ্গে বিএনপির এ  নেতা বলেন, শিক্ষা কোন পণ্য নয়। কিন্তু তারপরও সরকার ভ্যাট আরোপ করেছে।ছাত্ররা রাজ রাস্তায় নেমেছে। পে-স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালযের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তিনি অবিলম্বে ভ্যাট প্রত্যাহারের আহবান জানান।

সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান  বলেন, ‌‌সরকারের পররাষ্ট্র নীতির দুর্বলতার কারণেই রোহিঙ্গা সঙ্কট কাটছে না। গণতন্ত্রহীন রাষ্ট্রে পররাষ্ট্র নীতি কখনো শক্তিশালী হতে পারে না। পররাষ্ট্র নীতির এই দুর্বলতার কারণেই রোহিঙ্গা সঙ্কট কাটছে না।অতীতে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা ছিল। কিন্তু প্রতারণার নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার ক্ষমতায় আসায় কূটনৈতিক দূর্বলতা প্রকট আকার ধারন করেছে। তাই রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না।

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে জঙ্গি তৎপরতা উদ্ভবের সমূহ সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, আয়োজক সংগঠনের চেয়ারম্যান এন ইসলাম, আহ্বায়ক এম মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply