দেশে মাথাপিছু ঋণ ১২৭০০ টাকা
দেশের জনগণে মাথাপিছু ঋণের পরিমাণ ১২ হাজার ৭০০ টাকা বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টর) স্থিতির পরিমাণ ২৪ হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা।
গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২৭৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ১৪৭ দশমিক ৬০ কোটি টাকা পরিশোধ করেছে; যা রপ্তানি আয়ের শতকরা ৮ দশমিক ৬ ভাগ এবং জিডিপির শতকরা ২ দশমিক ৯ ভাগ।
এ সময়ে ঋণের আসল বাবদ ৩ হাজার ৫১৫ দশমিক ৬০ মিলিয়ন ডলার (২৭ হাজার ৫৪৪ দশমিক ৭০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।