দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

08/03/2017 7:03 pmViews: 12
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
 
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনদিনের সরকারি সফর শেষে ইন্দোনেশিয়া থেকে দেশের ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে তিনি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ইন্দোনেশিয়া বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী। দেশটির শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হারটারাটো এ সময় শেখ হাসিনাকে বিদায় জানান।
ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সোমবার সকালে ঢাকা ত্যাগ করে। ওই দিন বিকালে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় হালিম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছেন।

Leave a Reply