দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

18/06/2015 12:40 pmViews: 6
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

 ১৮ জুন, ২০১৫

ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে বাংলাদেশ সময় রাত ১২টা ২০ মিনিটে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করেন শেখ হাসিনা।

সিলেটে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।

ছয়দিনের ব্যক্তিগত সফরে গত শুক্রবার লন্ডন পৌঁছান শেখ হাসিনা। ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম যুক্তরাজ্য সফর।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন খালা শেখ হাসিনা।

ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য গত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

পরদিন ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Leave a Reply