দেশে ফিরেছেন খালেদা জিয়া
প্রতিবেদক : চিকিত্সা শেষে দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত সোয়া ১০টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানায়। বিমানবন্দরে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা এজেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বরকতুল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশীদ হাবিব প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার দাঁতের চিকিত্সার জন্য সিংগাপুর যান বেগম খালেদা জিয়া। তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব সালেহ আহমেদ ও বেগম জিয়ার ছোটভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা।