দেশে ফিরছেন শাবনূর

02/02/2017 6:22 pmViews: 11

দেশে ফিরছেন শাবনূর

 

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায়। কিছুদিন আগে তাকে দেখতে শাবনূরের মা আমেনা বেগম অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়া থেকে শাবনূর কবে দেশে ফিরবেন জানতে চাইলে শাবনূরের মা গতকাল মানবজমিনকে জানান, ১০ই ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। গতবারের চেয়ে এবার লম্বা সময় দেশে থাকবেন এ অভিনেত্রী। সন্তান আইজান নেহানসহ শাবনূর বেশ ভালো আছেন বলেও জানালেন তিনি। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সেটাও প্রায় চার বছর আগের কথা। সবশেষ গত বছর তিনি দু’ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। এরপর শাবনূর সবশেষ অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে অংশ নেন। এ কাজের বাইরে চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে তাকে চুক্তিবদ্ধ করলেও এখনো ক্যামেরার সামনে আসেননি শাবনূর। তবে এ ছবিতে শাবনূর ফেরার পর কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন ছবির পরিচালক মানিক। গতবার দেশে ফেরার পর শাবনূর নিজে কোনো চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার বিষয়ে কিছু ভাবছেন কি-না তা জানতে চাইলে জবাবে বলেছিলেন, পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। তবে আমার ছেলে আইজান নেহান এখনো অনেক ছোট। কখন কি করে ফেলে তার ঠিক নেই। আমি চাই ও আরেকটু বড় হোক। তারপর বেশকিছু কাজ করতে চাই। কারণ এ দেশের চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। পরিচালনা বা প্রযোজনা করার ইচ্ছে অবশ্যই আমার আছে। তবে সেটা এখনই নয়। সময়
হলে আমি অবশ্যই শুধু ক্যামেরার সামনে নয় পেছনেও কাজ করব। উল্লেখ্য, শাবনূর ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা। তিনি প্রয়াত সালমান শাহ, মান্নার পাশাপাশি শাকিব খান, ওমর সানী, শাকিল খান, বাপ্পারাজসহ অনেক জনপ্রিয় হিরোর সঙ্গে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

Leave a Reply