দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে-মেয়র হারিছ

11/11/2013 7:53 pmViews: 12

2গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ বলেছেন, গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে দেশে নতুন সরকার ক্ষমতায় আসবে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ও ঐতিহ্যের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, দেশবাসীকে নির্বাচন থেকে বঞ্চিত করলে গণতন্ত্র ব্যহৃত হবে। তাই তিনি দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে সুদৃঢ় ও মজবুত করার আহবান করেন।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহেআলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, গোলাম হাফিজ মৃধা, জামাল খন্দকার, জামাল হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর কাউন্সিলর এস.এম ফিরোজ রহমান, উপজেলা ওলামালীগের সভাপতি হাফেজ মোঃ নুরুল হক, আ’লীগ নেতা জয়নাল খন্দকার, শ্রমিকলীগ নেতা সাহাবুল খান, যুবলীগ নেতা লিটন বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দিপ, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মামুন মিয়া, ছাত্রলীগ নেতা ইমরাত খান, মাহবুল খান, সুমন মাহমুদ প্রমুখ। এরপূর্বে সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রয়াত মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।

Leave a Reply