দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই’
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। জঙ্গি সন্ত্রাস সবকিছু গণতন্ত্রের অনুপস্থিতের কারণেই সৃষ্টি হয়েছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
বিএনপির নেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন সেটা তার অন্তর থেকে দাবি করে দলটির মহাসচিব বলেন, কিন্তু জাতির দুর্ভাগ্য আওয়ামী লীগ কোনো দিনই জাতিকে রক্ষা করার কোনো আহ্বানে সাড়া দেয়নি। বরং তারা জাতিকে বিভক্ত করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসেন রহমতউল্লাহ, সংগঠনের যুগ্ম-মহাসচিব শামসুল হক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।