দেশে কোনো ধরপাকড় চলছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

08/11/2015 5:03 pmViews: 4
দেশে কোনো ধরপাকড় চলছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে বিরোধী জোটের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে না। তবে গতকাল থেকে বেশ কিছু দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোববার সকালে গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিশেষ কোনো অভিযান চলছে না দাবি করে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু দুর্বৃত্তকে আটক করা হয়েছে। যারা বোমাবাজি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

ব্লগার ও প্রকাশকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার ঘটনায় আমরা বসে নেই। ব্লগারদের ওপর হামলার মামলাগুলোর যথেষ্ট অগ্রগতি হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আশাকরি খুব শিগগিরই ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার রহস্য উদঘাটন হবে। গোয়েন্দারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সূচনা বক্তব্য দেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।

Leave a Reply