দেশে এখন কোনো গণতন্ত্র নেই: এরশাদ

08/09/2015 8:15 pmViews: 7
দেশে এখন কোনো গণতন্ত্র নেই: এরশাদ
দেশে এখন কোনো গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।

মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সিলেট জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগসহ সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে।

তিনি অভিযোগ করে বলেন, ভয়ে এখন কেউ কথা বলতে পারে না। এই অবস্থা দেশে কখনো ছিল না।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply