‘দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত ভাল’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশের বর্তমানের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক উন্নয়ন অন্তত ভাল। এখন দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। মঙ্গলবার ফৌজদারি কার্যবিধি ৫৪ ও ১৬৭ ধারার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিকালে তিনি এই কথা বলেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভারতকেও ডিঙিয়ে যাচ্ছি।
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনিও দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক। দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সবচাইতে সচেতন হতে হবে।
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ও ১৬৭ ধারা ব্যবহারের ক্ষেত্রে যে পরিবর্তরন এসেছে সে সম্পর্কে আমরা সবাই অবগত। ১৯৭১ সালে পর বর্তমান সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল অবস্থানে রয়েছে। তাহলে কেন এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে না?