দেশের মানুষকে প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে সরকার: রিজভী

26/02/2016 10:07 pmViews: 5
দেশের মানুষকে প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে সরকার: রিজভী
 
দেশের মানুষকে প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে সরকার: রিজভী
জনগণের ক্ষমতা জোর করে কেড়ে নিয়ে অদক্ষতা, অযোগ্যতা আর অহংকারে দেশের মানুষকে প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘শাসকগোষ্ঠীর কথাবার্তায় উগ্রতা, অহমিকা আর দম্ভেই প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে দেশবাসীকে।’
তিনি বলেন, ইউপি নির্বাচনে নিজেদের প্রার্থীদেরকে জেতাতে যে ভয়ংকর সন্ত্রাসী তত্পরতা তারা চালাবে সেটিকে ঢাকা দেয়ার জন্যই বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে সমন জারি, মিথ্যা মামলায় চার্জশিট প্রদান এবং প্রতিদিনই মিথ্যা মামলায় বিএনপি নেতা নেত্রীদের নামে চার্জশিট দাখিলের মাধ্যমে শাস্তির ভয় দেখিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী মন্ত্রীদের প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে আস্ফাালন, আবার কখনো ডেইলি স্টার ও এর সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে তাদের হৈ চৈ। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে-ইউপি নির্বাচন নিয়ে জনগণের চোখকে ঝাপসা করা।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ একচেটিয়া দখলে নেয়ার জন্যই দলীয় প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত করাচ্ছে। আর সেজন্য কেড়ে নেয়া হচ্ছে বিএনপি-মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র। যার উদ্দেশ্য হলো সমাজে ব্যাপক শূন্যতা সৃষ্টি করা।

Leave a Reply