দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালে এই ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ কেন্দ্রের ইলেকট্রনিক অ্যাসিসট্যান্ট মো. হানিফ জানান, মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মলাইক এলাকায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।