দেশের বাজারে আবারো কমল সোনার দাম

08/09/2015 8:22 pmViews: 11
দেশের বাজারে আবারো কমল সোনার দাম

দেশের বাজারে আবারো সোনার দাম কমেছে। বুধবার থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ২২৩ টাকায় যার বর্তমান মূল্য ৪৩ হাজার ২৭৩ টাকা। আর ৪১ হাজার ১৭৩ টাকার ২১ ক্যারেট সোনা ৪০ হাজার ১২৪ টাকা এবং ৩৪ হাজার ৫২৫ টাকার ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩৩ হাজার ৪৭৫ টাকা দরে। এছাড়া ২৩ হাজার ৯৪ টাকার সনাতন পদ্ধতির সোনার ভরির মূল্য হবে ২২ হাজার ৫৬৯ টাকা।

সোনার পাশাপাশি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপা বিক্রি হবে ৯৯১ টাকার স্থলে ৯৩৩ টাকা দরে।

আন্তর্জাতিক দরপতনের কারণে সর্বশেষ গত ২৩ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমেছিল। একই কারণে এর আগে ৬ আগস্ট সোনার কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

Leave a Reply