দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

06/08/2015 4:10 pmViews: 8
দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  প্রযুক্তি ব্যবহারে গ্রামের মানুষ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে দেশ। এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আরো কী কী পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে অনেকাংশেই ডিজিটাল করে ফেলেছি। এখন শুধু প্রয়োজন দেশব্যাপী তথ্য প্রযুক্তির সম্প্রসারণ। তিনি বলেন, দেশকে ডিজিটাল করতে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি।

শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে।

Leave a Reply