দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ অগ্নিসংযোগ, ভাঙচুর

24/09/2013 7:17 pmViews: 11

72649_b4 স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রীর বাড়িতে ককটেল বিস্ফোরণ মামলায় কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৫ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কয়েকটি জেলা ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাভার, রাজশাহী ও সিলেটে ছাত্রলীগের হামলা ছাড়াও কয়েকটি জেলায় পুলিশের সঙ্গেও ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা। সড়ক অবরোধ করেছে কুমিল্লা ছাত্রদল। এসব ঘটনায় ছাত্রদলের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের ১০-১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীতে বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মহিদুল হাসান হিরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সাদিউল কবির নিরব, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, যুগ্ম সম্পাদক শাহ নাসির উদ্দিন রুম্মনের নেতৃত্বে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল হয় পলাশী এলাকায়। এছাড়া আবুল মুনসুর খান দীপক ও হুমায়ন কবির রওশনের নেতৃত্বে তেজগাঁও বিজ্ঞান কলেজ, ইসহাক সরকার ও খন্দকার এনামুল হকের নেতৃত্বে মতিঝিল টিএনটি কলেজের সামনে মিছিল করে। এদিকে খালেদ ইবনে ফজল সবুর, তানভীর মাসুম সৈকত ও যুগ্ম আহবায়ক রাজিবুল হাসান রাজিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সফিকুর রহমান মিঠু, কাজী মাসুদ করিম,  নূরুল আলম বিপ্লব ও ফারুক হোসেনের নেতৃত্বে দুপুর ১২টায় বাটা সিগন্যাল মোড় থেকে বিক্ষোভ মিছিল হয়। পুলিশের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওদিকে ইসমাইল খান শাহিন ও এমএ আউয়ালের নেতৃত্বে তিতুমীর কলেজ, মিজানুর রহমান রাজের নেতৃত্বে ফার্মগেটে তেজগাঁও কলেজ শাখা মিছিল করে।
চবি প্রতিনিধি জানান: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ১২টার দিকে ক্যাম্পাসে তিন ভাগে বিভক্ত হয়ে মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু ও সাবেক অর্থ সম্পাদক আবদুল কাইয়ূমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয় সভাপতির অনুসারী কে.আলম গ্রুপের সাহাদাত ও পাভেলের নেতৃত্বে একটি মিছিল এবং নাজমুলের নেতৃত্বে একটি গ্রুপ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গেলে ছাত্রলীগের কর্মীরা মিছিলে হামলা করে। হামলায় ছাত্রদলের ৭ জন কর্মী আহত হয়। আহতরা হলেন, মনিরুল হাসান রুবেল (সমাজতত্ত্ব ৩য় বর্ষ), ইমরান হোসেন (আই আর ৪র্থ বর্ষ), শহীদ (লোক প্রশাসন ২য় বর্ষ), শাহাদত, ফরহাদ, দিনার এবং পাভেল। হামলায় ছাত্রদল কর্মী ইয়ামিনকে মারধর করে পুলিশে দেয় ছাত্রলীগের কর্মীরা। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সামনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসে স্লোগান দিলে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রলীগের কর্মীরা ইয়ামিন নামের এক কর্মীকে মারতে গেলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। তবে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
রাজশাহী থেকে সংবাদদাতা জানান, রাজশাহী কলেজের সামনে বিকাল তিনটায় একটি মিছিল বের করে ছাত্রদল। পুলিশ মিছিলটিতে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ছাত্রদল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় পুলিশ জেলা ছাত্রদল কর্মী শাহ আলমকে আটক করেছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া বলেন, জেলা ছাত্রদলের নেতাকর্মীরা রাজশাহী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় ঘটনাস্থল থেকে এক ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরে সাভারে বিক্ষোভ মিছিল করে। সাভারে কলমা এলাকায় বাস ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়ার পর ছাত্রদল কর্মী সাগরসহ তিনজনকে আটক করে পুলিশ। এদিকে, পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি ফার্ম এলাকায় তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে অভিযান চালিয়ে সাভারের কলমা এলাকা থেকে তিনজনকে আটক করে পুলিশ। ওদিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল মিছিল বের করলে হামলা করে ছাত্রদল। এক পর্যায়ে ছাত্রদল, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় ছাত্রদল কর্মী আব্দুল আলিমকে পুলিশ আটক করে।
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে দুপুর ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করে ছাত্রদল।  মিছিলটি ক্যাম্পাসের দিকে গেলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় অন্তত ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
জবি প্রতিনিধি জানান: ক্যাম্পাসে ১১টার দিকে ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ২০-২৫ জন কর্মীর মিছিলটি বের হয়ে বিজ্ঞান ভবনের দিকে যায়। ভাস্কর্য চত্বরের সামনে থেকে মিছিলে যোগ আরও কিছু কর্মী-সমর্থক। তবে ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষেভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ বিষয়ে জবি ছাত্রদলের সভাপতি সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় সংসদের কর্মসূচি অনুযায়ী আমরা ক্যাম্পাসে মিছিল বের করেছিলাম। তবে ছাত্রলীগের ধাওয়ার কথা অস্বীকার করেন তিনি। এর আগে সকাল ১০টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ্‌ পার্ক এলাকায় শাখা ছাত্রদলের সহ-সভাপতি রাজীব রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোহরাওয়ার্দী কলেজের সামনে গেলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠি জেলা ছাত্রদল নেতাকর্মী সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ সমাবেশ করে। পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়াত হোসেন সরদারসহ নেতাকর্মীরা পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাঁশি, মোস্তাক আহমেদ, সাইফ মাহমুদ মামুন বক্তব্য রাখেন। এছাড়াও ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মুন্সীগঞ্জ, জয়পুরহাট, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, নরসিংদী, নড়াইল, কুমিল্লা উত্তর, বাগেরহাট, সিরাজগঞ্জ, চট্টগ্রাম দক্ষিণ, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, সুনামগঞ্জ ও নারায়ণগঞ্জে জেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Leave a Reply