দেবিদ্বারে ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
কুমিল্লার দেবিদ্বারে ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
ভোটার তালিকায় নাম না থাকা ও যথাযথভাবে ফরম পূরণ না করায় মঙ্গলবার বাছাইয়ের প্রথম দিনে এসব প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভানী ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুল বিসিসি ডিলার হওয়ায় ও সুলতানপুর ইউনিয়নে জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান প্রার্থী মমতাজ উদ্দিন মজুমদারের ভোটার তালিকায় নাম না থাকায় তাদের প্রার্থীতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে ভোটার তালিকায় নাম না থাকা, যথাযথভাবে ফরম পূরণ না করায় এলাহাবাদ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল, সুবিল ইউনিয়নে মাহবুবুর রহমান ও রসুলপুর ইউনিয়নে আবদুল আউয়াল মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়াও ফতেহাবাদ ইউনিয়নে ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য প্রার্থী জেসমিন আক্তার, ৪নং সাধারণ ওয়ার্ডের সদস্যপ্রার্থী আবু হানিফ ও ৫নং ওয়ার্ডের জুয়েল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।