দেবযানীর বিচার চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

01/01/2014 6:44 amViews: 6

debojani12ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে বিচার কাজ চালিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে দেবযানীর বিরুদ্ধে অভিযোগের পক্ষে আরও তথ্যপ্রমাণ যোগাড় করা হচ্ছে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। এতে মার্কিন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেবযানীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার অথবা তার গ্রেপ্তার নিয়ে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই ওঠে না। এ মাসের শুরুতে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন নিউ ইয়র্কে। অভিযোগ রয়েছে, তিনি আত্মীয় পরিচয়ে বাসায় নিয়ে যান সঙ্গীতা রিচার্ডকে। কিন্তু নিউ ইয়র্কে নিয়ে তাকে বাসার পরিচারিকা হিসেবে ব্যবহার করা হয়। বিনিময়ে দৈনিক সর্বনিম্ন ৪ ডলার পারিশ্রমিকের চেয়েও কম বেতন দেয়া হয় তাকে। এক পর্যায়ে সঙ্গীতা তার বাসা থেকে পালিয়ে যান। এ নিয়ে ঘটনার সূত্রপাত। গ্রেপ্তার করা হয় দেবযানীকে। তাকে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। এ নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপড়েন সৃষ্টি হয়। ভারত দেবযানীর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার সহ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি করেছে। তিনি বর্তমানে জামিনে মুক্ত আছেন।

Leave a Reply