দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করলেন মোদি

07/06/2015 12:33 pmViews: 6
দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করলেন মোদি

০৭ জুন, ২০১৫

রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সকাল পৌনে ১০টার আগে তিনি বারিধারায় দূতাবাসে পৌঁছে এ কমপ্লেক্স উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মোদির সফরসঙ্গী ও দূতাবাসের কর্মকর্তারা। দূতাবাসে পৌঁছানোর পর মোদি প্রথমে একটি বকুলের চারা রোপণ করেন। এরপর দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ সরকারকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি। অ্যাম্বুলেন্সটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যবহার করা হবে। অ্যাম্বুলেন্স প্রদানের পর মোদি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাশে সফর নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে রোববার সকালে পুরাতন ঢাকার ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন। সকাল ৮টা ৩৫ মিনিটে মোদি ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান।

সেখানে তাকে স্বাগত জানান, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ হোসেন খোকন, মন্দির সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা।

ঢাকেশ্বরী মন্দিরে তিনি প্রার্থণায় অংশ নেন এবং হিন্দু ধর্মাবলিম্বদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া মন্দির ও মন্দিরের বাগান ঘুরে দেখেন।

ঢাকেশ্বরি মন্দির পরিদর্শন শেষে সকাল ৮টা ৫৭ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান। সকাল ৯টা ১৫ মিনটে সেখানে পৌছান মোদি।

রামকৃষ্ণ মিশনে সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় ও পরিদর্শন শেষে ৯টা ৩০ মিনিটে তিনি ভারতীয় হাইকমিশনে যান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮১ জনের সফরসঙ্গী নিয়ে দুই দিনের সফরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। নরেন্দ্র মোদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

ঢাকায় নেমে বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদি।

এরই মধ্যে নরেন্দ্র মোদি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Leave a Reply