দুলা হত্যা মামলায় স্বামী রিমান্ডে
ঢাকা : চাঞ্চল্যকর সুমাইয়া আক্তার দুলা হত্যা মামলায় তার স্বামী নাজিম উদ্দিন হিমুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সকাল ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর নিবারণ চন্দ্র বর্মন আদালতে হাজির হয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
পরে আদালত শুনানি শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট ভোলায় নাজিম উদ্দিন হিমুর সাথে সুমাইয়া আক্তার দুলার বিয়ে হয়। পরে তারা ঢাকার মোহাম্মদপুরে এসে বসবাস শুরু করে।
একই বছরের ৮ অক্টোবর নিজের বাসা থেকে দুলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আনিসুর রহমান তার ভগ্নিপতি নাজিম উদ্দিন হিমুকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে মামলার দীর্ঘ দিন পর গত ১৫ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে নাজিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।