দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক বাহিনীতে আলাদা ইউনিট: প্রধানমন্ত্রী –
প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে সব বাহিনীর মধ্যে দুর্যোগ মোকাবেলার জন্য আলাদা একটি ইউনিট গঠন করা হবে।
রবিবার সকালে দুর্যোগ প্রশমন দিবস ২০১৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দুর্যোগ মোকাবেলার জন্য সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রতিবন্ধীরা যেকোন দুর্যোগে যেন অবহেলিত না হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, এ সরকারের আমলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১১ প্রনয়ন করা হয়েছে। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এমনকি আমাদের আনসার বাহিনী, প্রত্যেক বাহিনীকে সম্পৃক্ত করি দুর্যোগ মোকাবেলার কাজে।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক বাহিনীতে দুর্যোগ মোকাবেলার উপযুক্ত আলাদা একটি ইউনিট থাকা প্রয়োজন। সেখানেও তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত্, আমাদের আশা আছে, ভবিষ্যতে আমরা একে একে প্রত্যেকটি প্রতিষ্ঠানে এ ধরনের ট্রেনিং করাবো।