দুর্নীতি হলেই প্রতিরোধ: শিক্ষামন্ত্রী

29/03/2014 10:35 pmViews: 4

ঢাকা, ২৯ মার্চ : যেখানেই দুর্নীতি হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কম হয় বলেও দাবি করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার দুপুরে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ -২০১৪’ উপলক্ষে সততা সংঘ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের শিক্ষাক্ষেত্র নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমি চাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শূন্য ভাগে নেমে আসুক। এ লক্ষ্যে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন- দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ ও কমিশনার (তদন্ত) শাহনেওয়াজ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে শপথনামা পাঠ করানো হয়।

Leave a Reply