দুর্নীতির রসদ জোগাতে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি

সংবাদ সম্মেলনে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, যেখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও উৎপাদন খরচ প্রায় তিনগুণ কমে এসেছে সেখানে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো সরকারি দলের দুর্নীতির রসদ যোগানো এবং দলীয় ব্যবসায়ীদের পকেট ভারি করার প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়।
প্রবীণ এ আইনজীবীর দাবি, জনগণের ভোগান্তির তোয়াক্কা না করে এবং জাতীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের দিকে না তাকিয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো দলীয় ব্যবসায়ীদের অবৈধ মুনাফা বৃদ্ধির পাঁয়তারা।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, সময়মতো বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করে পূর্ণ উৎপাদনে যাওয়ায় কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। তার পরও উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার প্রক্রিয়া কেন নবায়ন হচ্ছে? কুইক রেন্টালের কারণে লোকসানের গ্লানি এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, কর্মকর্তা-কর্মচারীদের ফান্ড পর্যন্ত ভাঙা হচ্ছে।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে ৫০ হাজার আইনজীবী সমাজ থেকে বিছিন্ন নয়। রাষ্ট্রের যে কোনো ব্যাপারে বক্তব্য থাকা উচিত। তাই আমরা আজ গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন আহ্বান করেছি।