‘দুর্নীতির কারণেই দেশে দুরবস্থার সৃষ্টি হয়েছে-কাজী ফিরোজ রশীদ এমপি
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে তা নজিরবিহীন। যারা পেট্রোলিয়ামের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জাতি তাদের ক্ষমা করবে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মধ্য বাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাড্ডা থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।
বাড্ডা থানা জাতীয় পার্টির আহ্বায়ক মো: মহিউদ্দিন ফরাজির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো: এস এম আমিনুল হক সেলিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির আরেক কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন, আনিসুর রহমান খোকন, কাজী আবুল খায়ের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ।