দুর্দান্ত প্রতাপে কোপার ফাইনালে আর্জেন্টিনা
০১ জুলাই, ২০১৫
কোপার দ্বিতীয় সেমিফাইনালে প্যারাগুয়ের বিরুদ্ধে গোলোৎসব করেছে আর্জেন্টিনা। মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। তবে এদিন মেসি নিজে কোনও গোল পাননি। কিন্তু ৪টি গোলেই এসিস্ট করেছেন এই ফুটবল জাদুকর।
আর্জেন্টিনার পক্ষে ডি মারিয়া দুটি এবং রোহো, পাস্তোরে, হিগুয়েন ও আগুয়েরো একটি করে গোল করেছেন। প্যারাগুয়ের পক্ষে এক মাত্র গোল করেছেন লুকাস ব্যারিওস।
৪ জুন কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে চিলি ও আর্জেন্টিনা।
প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে ৫ম বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে স্বাগতিক চিলি। আর প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়ে ২৭ বারের মতো ফাইনালে উঠেছে শক্তিশালী ফুটবল টিম আর্জেন্টিনা।
খেলার ১৫ মিনিটে মেসির একটি ফ্রি কিক থেকে গোল করেন মার্কোস রোহো। ফের ২৭ মিনিটের মাথায় ফের মেসির পাস থেকে গোল করেন হাভিয়ে পাস্তেরো। তখনই বোঝা যাচ্ছিল দিনটি মেসি তথা আর্জেন্টিনার হতে যাচ্ছে। তবে বিরতিতে যাবার আগ মুহূর্তে ৪৩ মিনিটের মাথায় একটি গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয় প্যারাগুয়ে। গোলটি করেন লকুাস ব্যারিওস।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে মার্টিনোর শিষ্যরা। ৪৭ মিনিটের মাথায় পাস্তেরোর পাস থেকে গোল করে ডি মারিয়া। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। ৫৩ মিনিটের মাথায় দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। এই গোলটিতেও মেসির গুরুত্বপূর্ণ অবদান ছিল।
৮০ মিনিটের মাথায় ডি মারিয়ার পাস থেকে গোল করেন আগুয়েরো। এই গোলের পরপরই মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। তার বদলি হিসেবে মাঠে নামা হিগুয়েইনও সময় নেননি ষষ্ঠ গোল করতে। ৮৩ মিনিটে তার গোলের সুবাদে আর্জেন্টিনা এগিয়ে যায় ৬-১ গোলের বিশাল ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই ফাইনালে চলে গেছে ১৪ বারের কোপা আমেরিকাজয়ীরা।