দুর্গাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত একজনের মৃত্যু
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চওড়াটারী এলাকায় বিএসএফের পাঁচ-ছয় সদস্য বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে অবৈধভাবে ঢুকে গুলি ছুড়ে। এতে দুর্গাপুর এলাকার গরু ব্যবসায়ী সুলতান মিয়া ও আব্দুর রহিমসহ ৫জন গুরুতর আহত হন। আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদ করায় রাবেয়া নামের এক নারীসহ সাজু ও সুমন নামে তিনজনকে পিটিয়ে আহত করে বিএসএফ সদস্যরা। পরে তারা চারটি গুরু নিয়ে চলে যায়। এ নিয়ে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক জানান, বিএসএফ কারন ছাড়াই বৃহস্পতিবার সন্ধায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এলোপাতারী গুলি বর্ষন করে। এতে ৫ গ্রামবাসী আহত হয়েছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ক্যাম্পের পরিচালক লে,কর্ণেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার জন্য বিএসএফ’র কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। এ বিষয়ে আজ সকাল ১০টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।