দুবাই যাওয়ার অনুমতি পেলেন সালমান
দুবাই যাওয়ার অনুমতি পেলেন সালমান
দুবাই যাওয়ার অনুমতি পেলেন সালমান
২০০২ সালে বান্দ্রায় একটি ‘হিট অ্যান্ড রান’ মামালায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের একটি স্থানীয় আদালত। কিন্তু জামিনে মুক্ত সালমান আপাতত স্বস্তিতেই রয়েছেন।
সালমানকে বিদেশ ভ্রমণের ছাড়পত্র দিয়ে স্বস্তি আরো খানিকটা বাড়িয়ে দিল মুম্বাই হাইকোর্ট। এর ফলে আগামী ২৯ মে দুবাই যেতে পারবেন এ বলিউড তারকা।
জামিনে মুক্ত হওয়ার পর সালমান আবার নিয়মিত হন সিনেমার শুটিংয়ে। এতো দিন দেশের মধ্যে থাকলেও হঠাৎ দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় তার। তাই দুবাই যাওয়ার অনুমতি চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন।
আজ মঙ্গলবার বিচারপতি শালিনি ফনসলকারের সিঙ্গেল বেঞ্চে এই আবেদনের রায়ের শুনানি ছিল। আজ সালমানের আইনজীবীর আবেদন শুনেই তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দেন বিচারপতি।
এর আগে গত ৬ মে সালমানের ‘হিট অ্যান্ড রান’ মামলার রায় ঘোষণার দুই দিনের মধ্যেই গত ৮ মে মুম্বাই হাইকোর্টে জামিন পেয়ে যান বলিউড তারকা সালমান।
তোফাজ্জল হোসেন