দুপায়ের ভেড়া
মানুষের মতো দুপায়ে হাঁটা রপ্ত করে চমক সৃষ্টি করেছে চীনের হিনান প্রদেশে জন্ম নেয়া একটি ভেড়া। হিনান প্রদেশের ঝোউকৌ শহরের কাছে লিওচ্যাঙ গ্রামে এই ভেড়াটির বাস।অবশ্য ইচ্ছে করে যে এটি দুপায়ে হাঁটছে তা নয়। বরং জন্ম থেকে সামনের দুই পা না থাকায় এটি এই অভ্যাস রপ্ত করে।জানা যায়, হত আগস্টে লিউচ্যাঙ গ্রামে সামনের পা বিহীন অবস্থায় জন্ম নেয় ভেড়াটি। একইসঙ্গে জন্ম নেয়া তার অন্য ভাই-বোনেরা সুস্থ ও সবল হলেও কেবল সেই এই জন্মখুত নিয়ে ভূমিষ্ট হয়।ভেড়াটির মালিক লিন জাও বলেন, ‘আমার এখন ৬০ বছর বয়স চলছে কিন্তু এমন ভেড়া আমি আর আগে দেখিনি। আমি ভেবেছিলাম এটি বুঝি মারা যাবে। কিন্তু এক মাস পর দেখে অবাক হলাম যে, এটি পেছনের দুপায়ে ভর দিয়ে হাঁটা রপ্ত করছে।
এদিকে দুপায়ে হাঁটা এই ভেড়াটিকে নিয়ে স্থানীয় টিভি ও পত্রিকাগুলোতে সাড়া পড়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই এখন ভেড়াটিকে দেখার জন্য লিন জাওয়ের বাসায় আসছে।
ভেড়াটিকে বর্তমানে ক্যানসারে পা হারানো ৩১ বছর বয়সী জিও ওয়াঙ পালক নিয়েছেন। ভেড়াটিকে যখন দুপায়ে ভর দিয়ে হাঁটার চেষ্টা করতে দেখেন তখন তিনি নিজেও মনে শক্তি পান বলে জানান জিও।