দুদু-রিজভীর জামিন নামঞ্জুর

18/06/2015 1:20 pmViews: 4

দুদু-রিজভীর জামিন নামঞ্জুর

 

 

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ শামসুজ্জামান দুদুর মিরপুর থানা ও রিজভীর শেরেবাংলা নগর থানার নাশকতার মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল মোল্লা জামিনের আবেদন নামঞ্জুর করেন।

১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। আটকের পর তাকে চার মামলায় ১৫ দিনের রিমান্ড দেয় আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাব সদস্যরা আটক করেন। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেয় আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply