দু’দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
দু’দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাত ৮টা ২০ মিনিটের দিকে ফ্রান্স এয়ারের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের টারমার্কে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। লাল গালিচায় বন্ধুপ্রতিম রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্টকে বরণ করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। ফ্রান্স প্রেসিডেন্টকে বরণের জন্যই প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত করে সন্ধ্যার আগে দেশে ফিরেন। জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদস্য রাষ্ট্র হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যক্রোন জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিলেন। সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশে স্যাটেলাইট কারখানা তৈরির প্রস্তাব দিয়েছে ফ্রান্স। দেশটির রাষ্ট্রপ্রধানের সফরে এ সংক্রান্ত একাধিক চুক্তি বা সমঝোতা স্মারক সই হতে পারে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে কিছু সময় কাটাবেন তিনি।
৩৩ বছর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন। ফ্রান্স প্রেসিডেন্টের সফরের আলোচনার বিষয় জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে মিডিয়া ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ আমাদের অনেক ইস্যু রয়েছে। সেই সঙ্গে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস সফরকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই সফরে ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছিল দুই দেশ। প্যারিসের এলিসি প্রাসাদে দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সম্মতিপত্র সই হয়েছিল। সে সময়ে বাংলাদেশে স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব দেয় ফ্রান্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশসহ পুরো বিশ্ব অর্থনৈতিকভাবে সংকটে। এ কারণে ফ্রান্সের সেই প্রস্তাবের কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। প্রেসিডেন্টের সফরে এ নিয়ে বিস্তৃত আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশকে চারটি ছোট পর্যবেক্ষণ স্যাটেলাইট কেনার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। স্যাটেলাইটগুলো তৈরি করবে এয়ারবাস প্রতিষ্ঠান।