দুদকের মামলা: মায়ার সাজা বাতিলের শুনানি

26/07/2015 1:07 pmViews: 9
দুদকের মামলা: মায়ার সাজা বাতিলের শুনানি কাল

২৬ জুলাই, ২০১৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নিম্ন আদালতের দেয়া সাজার বিষয়ে আপিলের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভিশ্মদেব চক্রবর্তির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আজ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান মায়ার এ মামলাসহ দুর্নীতির মোট ২৬টি মামলার শুনানির জন্য আবেদন করেন। পরে সোমবার মায়ার মামলার বিষয়ে শুনানি হবে মর্মে আদেশ দেন বিচারক।

গত ১৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মায়ার পক্ষে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিল পুনর্বিচারের আদেশ দিয়েছেন আদালত। সে বিষয়ে আবার শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় বিশেষ জজ আদালত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাজা দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিলের শুনানি শেষে নিম্ন আদালতের সাজার রায় বাতিল করে মায়াকে খালাস দেন হাইকোর্ট। সে খালাসের রায়ের বিষয়েই আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply