দু’কোটি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’

05/10/2013 6:59 pmViews: 16

vitamin  a
স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে শনিবার পালিত হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন। এবার ভিটামিন খেয়ে কোন শিশু অসুস্থ হওয়ার ঘটনা ঘটেনি। গত বছর ভিটামিন ‘এ’ খেয়ে অনেক শিশু অসুস্থ হওয়ার নেতিবাচক প্রচার চালানো হয় বলে অভিযোগ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার দুই কোটির বেশি শিশুকে ভিটামিন খাওয়ানো হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসার জন্য আগে থেকেই মাইকিং করা হয়। ভিটামিন গ্রহণকারী শিশুর হার সন্তোষজনক বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন সফল করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন পর্যালোচনার জন্য ক্যাম্পেন-এর দিন প্রতিটি উপজেলায়, জেলায় ও কেন্দ্রে সর্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা থাকে।

Leave a Reply