দুএকদিনের মধ্যে এরশাদের শপথ : রুহুল আমিন

10/01/2014 6:50 pmViews: 12
দুএকদিনের মধ্যে এরশাদের শপথ : রুহুল আমিন ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ আজ শপথ না নিলেও ২/১ দিনের মধ্যে শপথ নিবেন।আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় গুলশানের নিজ বাসায় অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, শীঘ্রই এরশাদ গণমাধ্যমের সামনে হাজির হয়ে তার দলের অবস্থান পরিষ্কার করবেন এবং দলের মধ্যে নেতাদের ভুল বুঝাবুঝির নিরসন করবেন।

গণমাধ্যমে প্রকাশিত আওয়ামী লীগকে এরশাদের চার শর্ত সম্পর্কে রুহুল আমিন বলেন, শর্ত দিলেও দিতে পারে। এ ব্যাপারে আমার জানা নেই। তবে শর্ত না দিলে গণমাধ্যমে আসা এরকম খবরের প্রতিবাদ আসতো বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply