দুই সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ

18/08/2015 1:50 pmViews: 6
দুই সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মীর কাসেম আলীর মামলার সারসংক্ষেপ জমা দেয়ার জন্য আপিল বিভাগে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত বছরের  ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির দণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম।

দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চেয়েছেন।

চলতি বছর ২৮ মে আপিল বিভাগ আপিলের সার-সংক্ষেপ দাখিল করতে দুই পক্ষকে সময় বেধে বেঁধে দিয়েছিল।

Leave a Reply