দুই সপ্তাহের মধ্যে বেতন কাঠামো চূড়ান্ত
২৭ জুলাই, ২০১৫
আগামী ১ বা ২ সপ্তাহের মধ্যে বেতন কাঠামো চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এটি মন্ত্রিসভায় আসতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। তিনি যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকার কারনে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হতে দেরী হচ্ছে। সরকার যখন নতুন বেতন কাঠামো ঘোষণা করুক না কেন জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা এরিয়ার পাবেন। তবে ভাতা কার্যকর হবে আরো পরে।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, যে মাসেই বেতন কাঠামো চূড়ান্ত হোক না কেন জুলাই থেকেই তা কার্যকর হবে।