দুই বিদেশী হত্যা মামলার তদন্তে সন্তুষ্ট ইইউ

27/10/2015 5:34 pmViews: 5
দুই বিদেশী হত্যা মামলার তদন্তে সন্তুষ্ট ইইউ


বিদেশী নাগরিক তাভেল্লা সিজার ও হোশি কোনিও হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া বাংলাদেশে বিদেশীদের নিরাপত্তা বিষয়ে সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ইইউ।

মঙ্গলবার দুপুরে এ সন্তুষ্টির কথা জানান ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় বিদেশী নাগরিকরা আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন। নিরাপত্তার জন্য পুলিশ বাড়তি উদ্যোগ নিয়েছে। গুলশানের কূটনৈতিক এলাকায় আমরা বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের বসবাস ও চলাফেরায় ওই এলাকায় আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছি।

ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু আরো জানান, ইতালিয় নাগরিক তাভেল্লা সিজার ও জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার তদন্ত অগ্রগতিতে তারা সন্তুষ্ট।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজার ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এর পর কয়েক দফা প্রভাবশালী দেশগুলোর বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট দেশ ও বিদেশী নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করে।

Leave a Reply