দুই বছর পরকীয়ায় লিপ্ত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট
দুই বছর ধরে পরকীয়া প্রেমে মগ্ন ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। স্ত্রী থাকার পরও অভিনেত্রী জুলি গেইটের সঙ্গে গোপনে দুই বছর ধরে প্রেম করেছেন তিনি।প্রথমে প্রেসিডেন্টের প্রণয় রহস্য উদঘাটনের পর সময়ও প্রকাশ করেছে ফরাসি সাপ্তাকি ট্যাবলয়েড ম্যাগাজিন ক্লোসার। ম্যাগাজিনটি পরকীয়ার বেশ কিছু রসালো ছবিও ছেপেছে। মামলাও হয়েছে ম্যাগাজিনটির নামে। অভিনেত্রী জুলি গেইট এর বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের মামলা করেছেন। ক্ষতিপূরণ দাবি করেছেন ৫০ হাজার ইউরো।
এর আগে কেট মিডলটনের নগ্ন ছবি ছেপে আলোচনায় আসে ফরাসি ম্যাগাজিন ক্লোসার।
তবে তাদের এবারের খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফরাসি ফার্স্ট লেডি ভ্যালেরিয়ে থ্রিয়েরউয়েলার। তিনি ওঁলাদের চার সন্তানের জননী।
পরকীয়ার খবর ছাপায় ক্ষুদ্ধ হয়ে ক্লোসারের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার হুমকি দেন ফরাসি প্রেসিডেন্ট। পরে অবশ্য মামলা না করার সিদ্ধান্ত নেন।
সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকাটি এ পরকীয়ার রমরমা খবর সাতটি রঙ্গিন পৃষ্ঠায় ছেপেছিল। ক্লোসারের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী ওলাঁদ নিয়মিতভাবে এলিসি প্রাসাদের কাছে অবস্থিত একটি ফ্ল্যাটে ৪১ বছর বয়সী ওই অভিনেত্রীর সঙ্গে রাতযাপন করেছেন।
সকালে ওই ফ্ল্যাটে ওঁলাদের দেহরক্ষী নাস্তা নিয়েও হাজির হন বলে দাবি করেছে ম্যাগাজিনটি।
প্রতিবেদনে ছবিসহ আরো দাবি করা হয়েছে, এই জুটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবকাশযাপন করেছেন। এমনকি জুলির সঙ্গে অবকাশযাপনের উদ্দেশে বিভিন্ন ছুতায় ভ্যালেরির সঙ্গে ছুটি কাটাননি ওলাঁদ।
ম্যাগজিনটি জানায়, ওঁলাদের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর সময় ও পরে প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে গোপন প্রেম চলে আসছে।
এদিকে ফার্স্ট লেডিকে দেখতে হাসপাতালে গেছেন ওঁলাদ।
সূত্র: বিবিসি