দুই ফিলিস্তিনি রক্ষা করলেন ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে
০৪ আগস্ট, ২০১৫
ইসরাইলের এক মহিলা পুলিশ কর্মকর্তাকে অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রোধের হাত থেকে রক্ষা করছেন দুই ফিলিস্তিনি। ক্রুদ্ধ অবৈধ বসতি স্থাপনকারীরা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করলে আতংকিত ইসরাইলি মহিলা পুলিশ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসেন রাব্বাইস ফর হিউম্যান রাইটসের ফিলিস্তিনি মাঠকর্মী জাকারিয়া সাদাহ্ এবং তার সহকর্মী। আর এ ছবিটি সামাজিক মিডিয়ার ওয়েবসাইটে গত সপ্তাহে প্রকাশিত হয়েছে।
পশ্চিম তীরের ইশ কোদেশ এলাকায় ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনি কৃষকদের সংঘর্ষের সময় এ ছবিটি তুলেন ইসরাইলি আলোকচিত্রী শাওল গোলান।
এ সংঘর্ষ ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে ইসরাইলি পুলিশ বাহিনী উপস্থিত হলে এবারে তাদের লক্ষ্য করেই ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারী।
জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দফতরের মতে অবৈধ বসতি স্থাপনকারী যখন-তখন ফিলিস্তিনি নিরীহ গ্রামবাসীদের ওপর হামলা চালায়, ফিলিস্তিনি কৃষকদেরকে তাদের জমিতে যেতে দেয় না। আইআরআইবি।